মৃদু সোনার আলোয় পূর্ণিমা শহরে,
পাহাড়ের কোন উঁচু শিখরে-
সুরজের আলোর ঝরনা, বনের কোন প্রান্তরে,
কোথায় হারিয়ে গেছে সোনালী দিন?
চিরকাল আমি অপেক্ষার ,
মেঘের ছায়ায় ছুঁয়ে যেতে মেঘমুখী রাতে;
কোন প্রেমের পথে হারিয়ে গেল সোনালী স্নেহ,
অথবা মৃত্যুর সুতীক্ষ্ণ ছোঁয়া !
স্মৃতির কোন স্থানে মেঘের রঙিন অন্ধকারে,
বৃষ্টির কান্নায় হারিয়েয় গেল?
কোথায় হারিয়ে গেছে সোনালী দিনের রঙিন স্বপ্ন?
স্মৃতির আঁধারে মুখে মুখে চোখে হাসি জড়িয়ে,
কোথায় হারিয়ে গেছে সোনালী দিনের মধুর সুখ?
আমি নিজের চোখেই দেখি অন্ধকারের অন্ধকার,
অথবা অজানা স্থানে মিশে গেছে-
সোনালী দিনের অজানা মিষ্টি স্মৃতির তাম্রপত্র।