হৃদয়ের দরজায়, কড়া নাড়ে কে!
স্মৃতিতে ভেসে আসে তোমার ছবি।
চোখের কোণে জমে, অশ্রু বিন্ধু,
ফিরো এবার, প্রিয়তমা।
তোমার অভাবে, শূন্য হৃদয়,
নিঃসঙ্গ মনে হয়, দিন রাত।
তোমার হাসি, তোমার কথা,
স্বপ্নের মত ছুঁয়ে যায় আমায়।
ফিরো এবার, প্রিয়তমা, তুমি এসো,
মন ভরে দেখি, তোমাকে আবার।
তোমার স্পর্শে, মুছে যাবে সব দুঃখ,
চলো বাঁধি সুখের সুখের খলা ঘর।