আলো -আঁধার চোখের পলক;
শিশির বিন্দু হীরার ঝলক।
চাওয়া পাওয়া দূরে থাকা ;
বকের ডানায়, আলো মাখা।
বৃন্ত-চ্যুত শিউলি গুলো,
পায়না কেনো, ভোরের আলো।
আশায় মাখা ; নিরব ব্যথা,
তবু মনে ছবি আঁকা।
         *****