চার চাকা গাড়ি চড়ে মনে বড়ো খুশি,
পাঁচ জনে দেখে বলে বেশ বেশ বেশ,
ছয় ঋতু সুখে কাটে বাড়ে শুধু কেশ,
রাঙা ছাতা হাতে নিয়ে দূরে শোনে বাঁশী।
সাত পাঁকে বাঁধা পড়ে দিন হলো কাত,
সুখে দুখে এক ভিন্ন বন্ধু ছিন্ন হলো,
মিষ্টি মাখা কথা সবে মিশে গেলো ধুলো,
পাখি নয় পেঁচা ডাকে কাটে দুঃখে রাত।
আলো নিভে ছায়া এলো বাড়ে শুধু ভয়,
জন্মে শিশু বড়ো হলো মাস হলো ছয়।
ছায়া ছায়া মায়া ভরা দিন গেলো চলে,
রাখে হরি বাঁচে সাথে মাছ ভাত ছাড়া,
প্রেম করে ছুটে মেয়ে চড়ে যেন শূলে,
বুঝে চলো বাছা ধন এতো কেন তাড়া?