শুধু কেন চাঁদের কথা বলি-
দিয়েছে আঁধার রাতে আলোক অঞ্জুলী।
আকাশের গায়ে মেঘ কতো ভাসে,
তবুও স্নিগ্ধতা আছে চাঁদের বাতাসে।
ছড়িয়ে পড়েছে চাঁদ দূরের পাড়াগায়,
যৌবন হাসে তাতে মিষ্ট কথায়।
ভুলে সবে হিংসা-দ্ধেষ আলোর ছায়ায়,
হাতছানি দেখি আমি পাতায় পাতায়।
উঁচু উঁচু পাহাড়েতে ঝর্ণার ধারা,
চাঁদ বিহীন রাত লাগে যৌবনহারা।


********

তাং: ‌২৮/০৬/২০১৮ ইং
১৩ আষাঢ়,১৪২৫ বাংলা
সকাল:৬.৩৮
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত