রাতের আকাশ ভরে দিল,
    বাঁকা চাঁদের আলো।
বন্ধুরা সবাই ভাসবে তোমায়,
     আপন বলে ভালো।
রাত পোহালে নতুন করে,
     সাজবে কেমন বলো?
সূর্যটা যে পড়বে ঢলে,
     দিতে তোমায় আলো।

        ********

তাং: ১৫/০৬/২০১৮ ইং
৩১,জৈষ্ঠ,১৪২৫ বাং
সকাল:৮.৩১
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত