ভালবাসার দেশে,
স্পর্শের ভাষা, শুধু চুম্বন।
আবেগে প্রস্ফুটিত তুমি,
শান্ত ঘরে হৃদয়ের স্পন্দন।
স্নেহের ক্যানভাসে আঁকা তোমার ছবি,
শব্দেরা করে সংযম।
হিমায়িত সময়; তবু-
জেগে আছো প্রতিক্ষণ।
অন্তরঙ্গ মুহূর্তের
স্মৃতি নিয়ে-
ফিরে যাই আমি,
ভালো থেকো অনুক্ষণ।