ঝড় বইছে দেখো আজি বসন্তের,
রাঙা ফুলে ভরে আছে তব পথ।
অস্থির দুপুরে কোকিলের কুহুরব,
ব্যাকুল করে মোর হৃদয় গহন।
নদী জলে চমকে হীরক জ্যোতি,
কোথা যেন আছে এক বিরহের ছবি।
হৃদয়ের আকুতি শুনি কানে মোর,
দূরে আরো দূরে ভাসায় আজি কেন?
খোঁজে চলি কোন পথে তবো ছবি,
চোখে দেখি কৃষ্ণচূড়া অন্তর ভরিয়া!
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৯/০২/২০১৮ ইং
৬ ফাল্গুন,১৪২৪ বাং
বিকাল: ৫.১৪