কপালে ছাপ, চোখে ঝাপসা,
হাসিতে রেখা, মুখে তালা।
বুকে ভার, পায়ে বেড়ি,
মানে বুঝি, বাড়ছে বয়েস।
কাঁপে হাত, থেমে যায় কথা,
স্মৃতি ম্লান, চোখে ধোঁয়া।
ভাঙা স্বপ্ন, আশা হারানো,
বুঝতে পারি, বাড়ছে বয়েস।
ঝরে পাতা, শুকিয়ে ডাল,
মৃদু বাতাসে হয়ে যায় ঝড়।
কত দেখা, কত শোনা,
এখন বুঝি, বাড়ছে বয়েস।
যা ছিলো সব, এখন নেই,
পাশে নেই কেউ, একা থাকা।
চলে যাবে সব, শেষ হবে সব,
বুঝতে পারি, বাড়ছে বয়েস।
তবুও মনে, থামে না আশা,
কিছু পাওয়ার, কিছু করার।
শেষ নিঃশ্বাস, শেষ মুহূর্ত,
ভুলে যাই, বাড়ছে বয়েস।