বাঙলার মাটি জাগিল আবার,
পরশিয়া প্রথম বৃষ্টি বিন্দু।
পথিকেরা যতো আশ্রয়ের খোঁজে,
আসিল বট তলে নাটমন্দিরে।
কন্দরে কন্দরে বৃষ্টির জলে,
ভেক ডাকে উৎফুল্লিত মনে।
ভেজা শালিকেরা ডানা ঝাপটায়,
অজানা কোথাও প্রশান্তির খোঁজে।
********
তাং: ২০/০৫/২০১৮ ইং
৫ জৈষ্ঠ,১৪২৫ বাং
সকাল:৫.৪৫
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত