রঙ্গিন বসন্তে দেখো রঙের বাহার,
হলদে ওড়না খানা উড়িল তোমার।
শহর জুড়িয়া চলে আবিরের খেলা,
তোমারে রাঙিতে মনে লাগে দোলা।
লাল নীল আর গোলাপী আবির,
সাজাতে প্রিয়ে তবো সারাটি শরীর।
বসন্তের রঙে আজি ডুবিব মোরা,
রঙেতে ঢেকে যাবে পরিচয়ে কারা!
আঙ্গিনার ফুলেরা লাজে মরে যেন,
সাজিলে প্রিয়া তুমি সুন্দরী কেন?
ভালো লাগা ভালোবাসা বসন্তের দিনে,
চিরসুখী মোরে করে প্রেমের কাননে।
পলাশ বাসন্তীর দেহে নব যৌবন,
মুহুর্মুহু দোলা দেয় পুলকিত মন।
ভৈরবী সুরে গাহে কোকিল কালো,
বিরহতে করে তুলে মনখানি ভালো।
সাজানো প্রকৃতি আর হৃদয়ের দুয়ার,
বসন্ত আসে যেন জীবনে আবার!
শিমুলের রাঙা ফুল অশোকের ছায়া,
বাড়ালো প্রিয় বন্ধু তোমাতে মায়া!
ভালোবাসা ভালো লাগা বসন্তের কথা,
আনন্দে রেখো বন্ধু দিয়োনা ব‍্যথা।


     ***********

নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৫/০৩/২০১৮ ইং
   ২০ ফাল্গুন,১৪২৪ বাং
       সকাল: ৬.১৯