রেখা টানা সহজ, ভাবনাটা কিন্তু কঠিন,
সীমানা কোথায় শেষ, কোথায় শুরু, মন বুঝে না।
দৃশ্য অদৃশ্য হয় চোখের আড়ালে,
বেড়ার মতো মনে হয় খোলা দিগন্ত।
ভৌগোলিক সীমানা রাষ্ট্রের নিদর্শন,
সাংস্কৃতিক রীতিনীতি ভাষা বৈচিত্র্যের স্বাক্ষর।
ধর্ম বিশ্বাস মনের আঙিনায় সীমানা টানে,
অন্যায়-ন্যায়ের লড়াইতে বিচারের তলোয়ার।
সীমানা কি বিভেদের বাঁধ, নাকি মিলনের সেতু?
মানুষের মনে সীমানা কেন? কোন সাম্রাজ্যের পুঁতা খুঁটি?
ভালোবাসার ভাষা সীমানা ছাড়িয়ে চলে যায় বহু দূর,
স্নেহের বন্ধনে মিলিত হয় সকল ভেদাভেদ ভেঙে।
সীমানা কি স্থায়ী, নাকি ক্ষণিকের ভঙ্গুর?
সময়ের সাথে সীমানা বদলে যায়।
জ্ঞানের আলো সীমানা ভেঙে ছড়িয়ে পড়ে,
অন্ধকারের কুয়াশা ঝেড়ে জাগায় নতুন সূর্য।
সীমানা কি শৃঙ্খল, নাকি মুক্তির ডাক?
মুক্তির পথ খুঁজে পেতে সীমাহীন চিন্তাভাবনা,
হয়ে উঠবে মিলনের মহাসড়ক।