যুদ্ধবিগ্ৰহ উত্থান আর পতন,
তার‌ই মাঝে বেঁচে আছে নাট‍্য আন্দোলন।
স্বাচ্ছন্দ্য, বিনোদন, ফুর্তির সুখে,
নাট‍্য আন্দোলন স্বমহিমায় পৃথিবীর বুকে।
প্রতি বছর ২৭শে মার্চ-তারিখে,
বিশ্ব নাট‍্য দিবস আসে বিকাশের নিরিখে।
কোলাকুলি আলোচনা মতবিনিময়,
নাটকের মাঝে জাগে সমাজ নিশ্চয়।
নাট‍্য দৃশ্যে ক্ষুধার্ত শিশু কাঁদে,
সভ‍্যতা আটকে পড়ে রাজনীতির ফাঁদে।
কতো মুখে হাসি ফোঁটে মিলনের গানে,
নাটকেতে মন ভরে বিরহীর‌ প্রাণে।

***********

নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৬/০৩/২০১৮ ইং
    ১১ চৈত্র,১৪২৪ বাং
       রাত:৯.২২