ভালোবাসা খুঁজে পাই যুগে যুগে,
আজও ছাড়েনি বুঝি এই রোগে!
মুশল ধারে বৃষ্টি হয় মহুর্মুহু ডেকে,
বিদ্যুৎ আলোকে দেখি থেকে থেকে!
ময়ূরের নাচ দেখি বৃষ্টির আগে,
শরীরের রঙ ধরে আলোকের অনুরাগে।
পাখা মেলে নাচে সে,
ময়ূরীর আশাতে....!
দেখিতে লাগে ভালো,
আনন্দের রাঙা আলো।
মনে মনে কথা বলি বিরহ মনে,
ভালোবেসে কথা বলি প্রকৃতি কাননে।
***********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৮/০৩/২০১৮ ইং
২৩ ফাল্গুন,১৪২৪ বাং
সকাল: ৬.৩৬