বিলাপের কতো ভাষা,
যেন গৃহপালিতের আশা!
পাকাবাড়ি পাকা ছাদ,
কাচাবাড়ি ভাঙা ফাঁদ!
বেড়া দেওয়া বাঁশে,
লাভের অঙ্ক কষে!
চাকা চলে দ্রুত বেগে,
লাঠিয়াল যে কেন রেগে?
টাকা রাখে সুইস ব্যাঙ্কে,
গরীব এদের ভাঙা ট্রাঙ্কে!
ক্যাজুয়েল খেটে মরি,
বিপদেতে কারে ধরি!
বাজারের মোড়ে আমি,
মুড়ি খেতে দেখ তুমি!
যদি আবার দেখো মোরে,
তাড়া-তাড়ি ফিরি ঘরে!
জয় বাঙলা আর বাঙালি,
বিশ্বাসে বলি 'মা কালী!'
বিপ্লব করি আমি বিপ্লবী,
স্বপ্নে আসে যুদ্ধের ছবি!
***********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৬/০২/২০১৮ ইং
১৩ ফাল্গুন,১৪২৪ বাং
সন্ধ্যা: ৫.৫৫