বিজয় পথের পথিক আমি,
পরাজয় মেনে নিতে নয়।
সংগ্ৰাম আমার স্বীকৃত অধিকার,
জন্মটা আজ মুক্তির তরে!

********

তাং: ‌১৯/০৬/২০১৮ ইং
৪ আষাঢ়,১৪২৫ বাংলা
সকাল‌:১১.২৯
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত