যোগ্যতা আর বিশ্বাস থাকে সমানুপাতিকে,
নির্বুদ্ধিতার কারণে বিশ্বাস তলানিতে ঠেকে!
সুযোগ থাকে যদি বিশ্বাসী হবার-
তাতে কোন ক্ষতি নেই বলে রাখি এবার।
প্রতিযোগিতা চলে বিশ্বাস ভাঙার,
ব্যর্থতার গায়ে অবিশ্বাসী চাঁদর!
প্রশ্নবিদ্ধ প্রতিক্ষণ অশুভ কথা,
মনে বুঝি লাগে তাতে জন্মান্তরের ব্যথা।
********
তাং: ২০/০৪/২০১৮ ইং
৬ বৈশাখ,১৪২৫ বাং
রাত:৯.৫১
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত