বিদায় বেলা আসিল আজি মোদের অঙ্গনে,
ভাবি নাই কখনো বিদায় চাহিবে  প্রিয়জনে।
অপত‍্য স্নেহে তুমি দেখিয়েছ জীবন পথখানি,
ত্রুটি করেছি কখনো তাতে হয়েছ অভিমানী।
ক্ষমা করে দিও তুমি-ভুল করেছি কতো,
চিনিতে পারিনি মোরা তুমি ছিলে শাশ্বত।
দিয়েছ ফুল ফল-ঝরিয়েছ জ্ঞান বৃষ্টি,
যাকিছু করেছি মোরা -সব‌ই তোমার‌ই সৃষ্টি।
আশীর্বাদ করো মোদের তুমি ফিরিবার পথে,
জীবন ধন‍্য মোদের তোমার অমোঘ পরশে।

********

তাং: ‌২৩/০৭/২০১৮ ইং
০৬ শ্রাবণ,১৪২৫ বাংলা
দুপুর: ১২.৫৩
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত