পাঁচিলে রচিল বিভেদ সীমা,
তারে দেখিবারে নাহি চাহে!
অপেক্ষায় যে ছিল সেদিন,
উদ্বেগ ঘূর্ণিঝড়ে এখনো অনুজ!
ইতস্ততঃ পায়চারী বারান্দাতে সন্ধ্যায়,
নিঃস্বার্থ ভাই ছিল আপন।
আঙিনায় ফোটেছিল দুটি ফুল,
উপস্থিতি সুমধুর হৃদয় গহনে।
আজ নিতান্তই বহু দূরে-
শৈশবের সেই প্রিয় দাদাভাই!
কম বেশি আপনারে লয়ে,
পাঁচিলের 'পারে সুখের খোঁজে।
********
তাং: ০৬/০৫/২০১৮ ইং
২২ বৈশাখ,১৪২৫ বাং
সন্ধ্যা:৫.৩০
নিজ বাসভবন,
ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত