ভোরের পাখি ডাকছে আমায়,
             সময় হলো জাগার।
সূর্যা-লোকে ভাসবো সবাই,
             সকাল হলো এবার।
আঁধার চিরে প্রভাত হলো,
             জাগলো নতুন আলো।

********

তাং: ৩০/০৫/২০১৮ ইং
১৫ জৈষ্ঠ,১৪২৫ বাং
সকাল:৬.০৩
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত