বাহির থেকে সবই ভালো,
মুছে দেব গোপন কালো।
বেরিয়ে পড়ো বন্ধু সবাই,
দেশের উপর কিছুই নাই।
জেগে আমি স্বপ্ন দেখি,
দেশের কথা মথায় রাখি।
ঘরের ভেতর মন্ত্রণা নয়,
বেরিয়ে এসো ছেড়ে ভয়।
উঠবে রবি পূব আকাশে,
সুখী সবাই ভারত দেশে।
***********
তাং: ৪/০৯/২০১৮ ইং
১৮ভাদ্র,১৪২৫ বাংলা
সকাল: ৮.৫৮ ঘটিকা
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত