কতো প্রজাপতি বাগানে নাচে নিয়ে বসন্তের নানা রঙ,
তারা ডানা ঝাপটায়, স্বপ্ন সত্য করা প্রাণবন্ত আভাতে।
সবুজ তৃণভূমির মৃদু করুণার মেখে, তারা উড়ে দূরে
প্রকৃতি গর্ভবতী হয় ভোরের আলিঙ্গন ভরা গোধূলিতে।
পরমানন্দ নিয়ে আসে পরিবর্তন, পুনর্জন্মের প্রতীক,
ক্ষণস্থায়ী মন্ত্রমুগ্ধ জীবনে নিজ নিজ সৌন্দর্যের বাহার।