নাচে সূর্যের আলো আনন্দে-
আকাশের নিচে,
তৃণভূমির সবুজ আর সমুদ্রের নীল-জড়িয়ে।
শুনি বাতাসে হাসির সঙ্গীত-
চলো, ‘আমরা সুখী হই’।
পাপড়ির মতো উড়ে চলি,
জীবন কাননে, স্বপ্নের ভোর বেলা।
প্রস্ফুটিত হৃদয় ভরে উঠুক,
শুধু সুখ আর সুখেতে।
প্রতারণা নয় প্রেমে চাই;
হাতে হাত রেখে বালিতে বসে-
খোদাই করি - স্মৃতিতে, মিষ্টি-মহৎ।
হাসি হোক -
জীবনের নতুন প্রবাহিত সুর।
স্বপ্ন আর আকাঙ্খার খোলা মাঠে,
সুখ আমাদের শেষ ঠিকানা।
উড়ে আসুক ডানায় ডানায় আনন্দময় প্রতিদিন,
এটি আশাবাদী, আনন্দময় মন নিয়ে।
সূর্যের সোনালী রশ্মিতে ভিজে,
আমরা সুখী হই- প্রতিদিন।