আমার ভালো লাগবেনা নিশ্চয়,
তাতে নেই তোমার কোন সংশয়।
এটা সত্যি তুমি পরোয়া করোনা,
অবশ্য কারণটাও আমার জানা।
আমারদের দেখা হবে সেই কাল,
তার‌ই মধ্যে মেতে উঠবে 'বাচাল'।
বদন বিবর্ন  হবে গোপন রঙেতে,
পদ্মকলি দোলবে বিনা জলেতে।
জ্বালিয়েছ তুমি হৃদয়ের টুকরো,
পেয়েছ বুঝি খোঁজে ভালো পাত্র।
রক্তজবার পরশে ঐ প্রথম দেখা,
তাতেই হয়েছে বুঝি ভালোবাসা।
বিরক্ত তুমি আজ ধুতরার ফুলে,
ভালো লাগে তাই সুগন্ধি বকুলে।
অভ‍্যাস আমার তাই ভালোবাসি,
পাঁচবিকি খাওয়া ঐপুরানো ছবি।
অন্তরে সে লাথি মারে বারেবারে,
রেগে উঠি তবু ভালোবাসি তারে।
অবাক নয়নে ফিরে দেখি এঘরে,
আদিমতার সমাপ্তি বালুময় চড়ে।
দিগন্তে বসে মালা গাঁথে সারারাত,
ডেকে আমি বলি হয়েছে প্রভাত।

***********
তাং: ‌১৪/০৮/২০১৮ ইং
২৮ শ্রাবণ,১৪২৫ বাংলা
সকাল:১১.৩৩
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত