বাঙলার স্বাধীনতা তুমি বিজয়ের গান,
বাঙলা ভাষা আর বাঙালির সন্মান।
কবি নজরুলের গানে কবিতার কথা,
একুশে ফেব্রুয়ারি ভাই হারানোর ব‍্যথা।
মহাপুরুষের রক্তে অর্জিত স্বাধীনতা,
বিজয় পতাকা উড়ে-দেখো বিশ্ব জনতা।
সোনার ফসল মাঠে সোনার বাঙলা দেশে,
মুক্তিসেনার গন্ধ ভাসে আজো আকাশে।
হয়েছো-ধন‍্য তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর,
'জয় বাঙলা'এর ধ্বনি শুনি দূর বহু দূর।

***********

নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৫/০৩/২০১৮ ইং
    ১০ চৈত্র,১৪২৪ বাং
       বিকাল:৫.৪৫