সোনার বাঙলার এই সোনার মাটি,
নদী তীরেতে থোকাথোকা দুপাটি।
খড়ের ঘরেতে বিড়ালের ছানা,
মৌচাকেতে মৌমাছিদের কতো আনাগোনা!
অমানিশার চাঁদ নির্ঘুম চোখে,
কতো স্মৃতি জাগে বুকে!
বৃষ্টিস্নাত  কৃষক হাসিমুখে যাহার,
ফলায় ফসল রকমারী বাহার!
প্রতিগুচ্ছ পাকা সোনালী ধানে,
স্বপ্ন জাগায় সকলের প্রাণে!
নবান্নের পিঠেপুলি উৎসবের দেশে,
আসিবো বারবার সন্তানের বেশে!

********

তাং: ০৫/০৪/২০১৮ ইং
২১ চৈত্র,১৪২৪ বাং
সকাল:০৫.৫৭
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত