আমি ভালোবাসি এই বাংলার মাটি,
তারে ভালোবেসে আজ লাগে সব খাঁটি।
সুর ভাষা আর কবিতারা কথা বলে,
দেবী দূর্গার আগমনীর ছন্দ তালে।
সবাই ধনী বাংলার পরশে যারা,
অর্থ বিত্তে নাহলেও হৃদয়েতে তারা।
তেজে ভরা মন আর নতুনের গান,
আমি খুঁজে পেয়েছি এ বাংলার প্রাণ।
উজ্জ্বল ইতিহাস ঐ স্ফটিকের মতো,
তোমার প্রেমে দিয়েছে যে জীবন কতো!
উন্মত্ত যে আমি আজ বাংলার প্রেমে,
ধন্য হবো যদি বা জীবন যায় থেমে।
মন্দমতিতে আছে যারা মীরজাফর,
তাদেরো যেন হয় এ দেশেই কবর।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২০/০১/২০১৮ ইং
০৬ মাঘ,১৪২৪ বাং
সকাল: ৪.৫৪