পথ তুই কিন্তু বড্ড বেহিসাবী,
কি যেন  একা ভাবিছ হিজিবিজি।
শবযাত্রা হলো কতোটা তোমার বুকে,
হিসাব কেমনে দিবে তুমি তাঁকে?

********

তাং: ‌১৪/০৬/২০১৮ ইং
২৯আষাঢ়,১৪২৫ বাংলা
রাত:৮.৩৫
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত