ঠিকানার খোঁজে পৌঁছেছিলাম পৃথিবীর বুকে-
বৃষ্টি ভেজা কোমল ঘাস আর সবুজ বনোশ্রী।
বিস্তার পৃথিবী সাজানো যেন রঙিন কোন ছবি,
তাতে একা একা বসে লিখে কল্পনার কবি।
জীর্ণ শীর্ণ দেহতে কতো বৃক্ষ মস্তকে পাহাড়,
ফলে ফুলে শাখা সহ কাধে আছে কতো ভার।
তাং: ২৫/০৭/২০১৮ ইং
০৭ শ্রাবণ,১৪২৫ বাংলা
রাত: ০৯.২৪
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত