জন্ম আর মৃত‍্যুর ঘড়ি চলে টিক্ টিক্,
জন্ম আছে বলেই মৃত্যু রয়েছে সঠিক।
আবার কে ডাকিল ঐ চলিবার পথে-
সাধ রয়েছে যে আরো বাঁচিবারে।
অন্ধকার গহ্বরে জোঁনাকীর আনা গোনা,
চাঁদের আলো তাতে পৌঁছনো মানা।
মাংসল স্তম্ভ শিথিল দেহের বাঁধন,
কি ছিল এ দেহ- 'স্নেহের রতন!'
ভাঙেছে নদী চর ভেঙেছে যৌবন,
বয়সে খোঁজিছে আজি ধ‍্যানের তপোবন।
ঈশ্বরের ছবি আঁকা মনের পর্দায়,
অনাচার অবিচার সব দূরতে তাড়ায়।
খুলে বাঁধন ঐ প্রীতি কন্টক লতার,
মোক্ষের আহবানে পরশ দেবতার।
রাশি রাশি ধন দৌলত অবহেলা তাতে,
গতর শূণ্য আজ চলে কোন মতে।
উরুতে নাই জোর আস্ফালন করার,
হয়েছে বুঝি সময় এবার ফিরিবার।
বুকেতে বহ্নিশিখা প্রেমাগ্নি মনে,
রাখিয়া যাইবে সব‌ই এই লোকারণ‍্যে।
কোমল সরস দেহ লৌহ খন্ড হ‌লো,
ঘাটেতে নিয়ে চলো-'বলো হরি বলো।'

***********
তাং: ‌২৪/০৮/২০১৮ ইং
০৭ ভাদ্র,১৪২৫ বাংলা
সকাল:৯.৫৫
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত