বহুদিন পর! হ‍্যাঁ বহু বছর পর!
পেয়েছি তোমার একমাত্র চিঠি খানা ।
কি লেখা তাতে ছিল,
পড়া নয় সম্ভব।

কলমের কালি চুষে নিয়েছে কাগজ,
কালো সাদা মিলে ছিল অপাঠ‍্য বেশ।
শেষে শুধু গেল পড়া,
ইতি
তোমার নীলাঞ্জনা।