পৃথিবী তুমি অক্ষয় চিরকাল,
নিত্য আবর্তনের আবহে,
স্থবির বিহঙ্গ ছটফট করে বহ্নিশিখা!
বির্বতনে চাকা অগ্ৰগামী আজও,
লক্ষ্যের অভিলাষে ধ্রুপদী পথে!
********
তাং: ১৮/০৪/২০১৮ ইং
৪বৈশাখ,১৪২৪ বাং
সন্ধ্যা:৮.৩৩
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত