চৈত্রসংক্রান্তির দিনে বসেছে মেলা,
পহেলা বৈশাখের অভিনন্দন বেলা।
সবার মনে হাসি খুশি-
মা-বাবা আর মাসি পিসি।
হরেক রকম খেলনা হাটে,
নৌকা চলে নদীর ঘাটে।
নীল রঙা শাড়ী পড়ে,
বধূ চলে আপন ঘরে।
********
তাং: ১৪/০৪/২০১৮ ইং
৩৯চৈত্র,১৪২৪ বাং
সন্ধ্যা:৬.২৬
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত