তুমি প্রিয়ে ডাকিওনা মোরে আর একবার,
জানিয়াছি নিশ্চয় আমি পরিত্যক্ত এইবার।
রাতের অন্ধকারে মিশিয়া থাকিব আমি,
থাকিও জাগিয়া চাঁদের সঙ্গে সারারাত্রি তুমি।
ছুঁয়ে যদি কেহ চাহে দেখিতে অসহায় মোরে,
দুটি কথা কহে সরিয়ে দিও তুমি যেন তাহারে।
ব্যর্থতার এই শরীরে রক্ত মাংস হইবে পাথর,
এদেহখানি প্রান্তে পড়িয়া হইবে যখন নিথর।
ফিরিয়া আসিওনা প্রিয়ে তুমি আমার ঘরে,
ব্যথা যদি থাকে কিছু তোমার ঐ অন্তরে।
যদি পাও তুমি গন্ধ কভু গোলাপের মৃদু,
দূরেতে রাখিও মোরে আমি অস্পৃশ্য মধু।
***********
তাং: ০৯/০৮/২০১৮ ইং
২৩ শ্রাবণ,১৪২৫ বাংলা
সকাল:৮.২২
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত