ঘুম ভাঙা মাঝ রাতে
কে যেন দূরে ডাকে!
সাক্ষী নেই কেউ তার-
শুধু আমি একা!
অশরীরি কেউ যদি রাত ভর ডাকে
কে তারে শান্তনা দেবে বলো কিসে তাকে!
বুকে বুকে ভালোবাসা
মনে ছিল আশা-
শুরু ছিল ঐ পথ
শেষ নেই তার....
ভালোবাসায় মৃত্যুদন্ড হয়েছিল যার।
কৃষ্ণচূড়ার লাল রঙ
সিঁথির সিঁদুর,
ছুঁতে পারেনি সে-
অবেলা চির নিদ্রায় বিভোর!
*****
তাং: ০৪/০২/২০১৯ ইং
রাত:০৯.১৯
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত