মগজের ভেতর গোলমাল করে,
বক্ষ প্রাচীরে লেপ্টে থাকা কতো কথা!
কাব‍্যিক ছন্দে সবাই লিখেছে কবিতা,
বলয়ে বলয়ে সৌন্দর্য আঁকা!
আবার ঐ মাঝখানে কিছু জায়গা-
রাখা ছিল ফাঁকা...!
কলম ফেটে কালি ঝরে-
শেষ পত্র লেখার টানে।
চেতনার রাঙা রঙ-
লেগেছে দেওয়ালে তার,
অঙ্কুরিত বীজ যেন তাতে আজ‌ই পোঁতা!
কচি প্রাণ কাঁদে শুনি-
নব জনমের আশায়!
রণক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে প্রায় প্রতিদিন,
প্রতিক্ষণ, এপ্রিল ফুল!
এপ্রিল ফুল-লক্ষ কোটি বার,
তাই বুঝি মনে হয় অর্ধবৃত্তকেও
শুধু গোল, আর গোল, মহাগোল!

   ********

তাং: ০১/০৪/২০১৮ ইং
১৭ চৈত্র,১৪২৪ বাং
সকাল:০৪.৪৭
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত