নতুন প্রভাতের নতুন আশা,
রইলো হৃদয় ছুঁয়া গভীর ভালোবাসা।
ভালো থেকো কথাসাহিত্যিক কবি
এঁকে যাও তুমি বাংলা মায়ের ছবি।
জ্বলুক আলোক শিখা রাত্রিকাল,
আসুক প্রতিদিন অম্লান সকাল।
নতুনত্বে রাঙা পলাশ করবী সঙ্গে,
জীবনের রঙধনু বিকশিত অঙ্গে।
উজ্বল আলোর ডানা বিস্তারে,
তুমি বিকশিত হও কবি বৃহত্তরে।
রোদের তপ্ততায় শীতল তরুছায়া,
রয়েছে অন্তরে কতো স্নেহ আর মায়া।
পারো যদি আসো তুমি একটি বার,
কবি আমির হোসেন প্রিয় বন্ধু আমার।
********