আমার একটা খেলনা চাই,
কাগুজে হোক বা অন্য কিছু!
রাঙিলা দিনে গোধূলির টানে,
সন্ধ্যা বেলা ঘরের পথে...
একটি বার তো ফিরতে চাই!
অমর অক্ষরে সত্যি মিথ্যে-
একখানা কবিতা যে লিখতে চাই!
পাহাড় কোলে আঁকা বাঁকা,
শীতল পাথর চুষা পড়া ঝর্ণা চাই!
ভোরের আগে পাখির ডাকে,
বাঙলার নূপুর ধ্বনি শুনতে চাই!
********
তাং: ০৩/০৪/২০১৮ ইং
১৯ চৈত্র,১৪২৪ বাং
সকাল:০৪.২৭
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত