নিজেকে চিনতে পারিনি বলেই তো কথা,
একালে সেকালে খোঁজেছি শুধু অন্যদেরে!
আবেগে আবেশে কাটে মোর বহুকাল,
জীবনের পথে আলোকের খোঁজে
হলো যে আজ অন্ধকার।
পথ হারাবার ভয়ে হাঁটিনি মেঠো পথে,
ভোর অথবা বিকেলের প্রশস্ত বেলা।
গোধূলির ক্ষণে আলো-আঁধার আলিঙ্গনে,
বলাকারা ফিরে চলে যে যার নীড়ে।
শেষ বেলায় আজ যেন পেয়েছি তাঁরে,
যে চেনে শুধু আমার ভেতর আমারে!
********
তাং: ২২/০৪/২০১৮ ইং
৮ বৈশাখ,১৪২৫ বাং
বিকাল:৪.১৮
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত