প্রভাতবৃষ্টি ভেজা,
নদী বয়ে চলে-মনে হয় যেন;
পাহাড়ের অশ্রুধারা।

ডেকেছি আমি বারে বারে তারে,
তখনও-ছিলো সে আনমনা;
শুনিলো না আমায়।

সব পাখি জাগে ভোরে,
গেছে শুধু আমার ময়না উড়ে;
দূরে অদেখা নীল আকাশে।

********

তাং: ১০/০৫/২০১৮ ইং
২৬ বৈশাখ,১৪২৫ বাং
রাত:৯.২৫
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত