ছোট্ট বেলা মায়ের কোলে,
গল্প ছিল বেশ!
এখন বুঝি মাকে ভুলে,
জীবন হলো শেষ!
কেউ জানেনা আমি ছাড়া,
মায়ের দুঃখ কথা!
ভরে গেল গ্ৰামের ছড়া,
ছেলের বুকের ব্যথা!
সুখ ছাপিয়ে দুঃখ এলো,
জীবন নদীর শেষে!
মাকে ছাড়া জীবন বলো,
ভিখারির এক বেশে!
কেউ জানেনা কেউ বুঝেনা,
ছেলের মনের যন্ত্রণা!
চোখের জলে বাঁধ মানেনা,
কোথায় গেল সান্তনা?
নীল আকাশে রঙিন স্বপ্ন,
ছেলের আশা নিয়ে!
মায়ের কাছে ছেলে রত্ন,
ভালো-বাসা দিয়ে!
জীবন হাসে মনের সুখে,
'মা' তোমার আঁচলে!
রেখো যেন সুখে দুঃখে,
তোমার ছায়া তলে!
***********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১২/০৩/২০১৮ ইং
২৭ ফাল্গুন,১৪২৪ বাং
সকাল: ৬.০৭