৬ এপ্রিল আমার শুভ জন্মদিনে
মুখরিত চারিপানে চৈতি গগনে!
সুক্ষণে সুশোভিতে প্রকটিল রবি,
আশারা অবেলায় আঁকিলো ছবি!
রঙবেরঙে প্রজাপতি ডানা করে,
উড়িয়ে নিল মোরে ৪২ বছরে!

********

তাং: ০৬/০৪/২০১৮ ইং
২২ চৈত্র,১৪২৪ বাং
সকাল:০৪.৩৪
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত