হে আমার দেশ!
তোমার প্রতি মৃত্তিকা বিন্দু-
আমার কপালের চন্দন।
ঝোপঝাড় বনস্পতি,
পাহাড় ঝর্ণা সাগর-
সবই তোমার অলঙ্কার।
বাবুই চড়াই আর শঙ্খচিল-
আত্মীয় স্বজন আমার।
ভালোবাসি আমি তারে-
যে ভালোবাসে এই দেশটারে।
মুচি মেথর আর সভ্য ইতর,
সবই দেশবাসী;
ধ্বনি তুলে সবে 'বন্দেমাতম,'
আর 'ভারত মাতার জয়'।
***********
তাং: ৭/০৯/২০১৮ ইং
২১ ভাদ্র,১৪২৫ বাংলা
বিকাল: ১.৪৯ঘটিকা
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত