আকুতি হৃদয়ে জাগিল আজি,
জাগো সকল মোর দেশবাসী!
পূণ্য লগনে স্বর্ণ কমলে-
নাচিছে দেখো কোটি মৌমাছি!
পরিবার সমাজে জ্বলিবে আলোক,
জাগিবে লক্ষ কোটি দেশবাসী!
********
তাং: ১০/০৪/২০১৮ ইং
২৬ চৈত্র,১৪২৪ বাং
সকাল:০৫.৫০
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত