মধ্য রাতে জাগিল মিনার,
জয় জয়কার শুনি কাহার!
বাংলা মায়ের বীর সন্তান,
দিয়েছিল যারা খুশিতে প্রাণ!
জেগেছে যেন তাঁরা আবার,
গাহিয়া বাংলার গান শতবার!
অমর বাংলা অমর বাঙালি,
রহিল যে তোমাতে শ্রদ্ধাঞ্জলি।
খালি পায়ে প্রভাত ফেরি,
একে একে হাতে হাত ধরি।
অমর একুশের স্মৃতি তটে,
আমরা সবাই বাঙালিই বটে।


    *********

নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২১/০২/২০১৮ ইং
   ৮ ফাল্গুন,১৪২৪ বাং
       সকাল: ৪.৪১