-মধু মঙ্গল সিনহা।

আমার অনুরাগী যদি কেউ হতো,
আকাশটা মনে হয় রাঙিয়ে দিতো।
দাঁড়িয়েছি আজ প্রথম আকাশের নীচে,
হয়তো তাই আমি গেছি আজ বেঁচে।
কবিদের কথা আর ফোনের বার্তা,
বেঁটে মানুষের নাগাল হয়না সেটা।
ক্ষনিকের সুখ খোঁজে গঙ্গার তীরে,
ভালোবেসে বসে পড়ি বালুকার 'পরে।
জানতো যদি কেউ দুঃখের কথা,
পেতাম না এমন অজুহাতে ব‍্যথা।
উচ্চতায় যারা আজ মহীরুহ সমান,
অকারনে স্নেহ পায় আছে প্রমাণ।
নক্ষত্র যারা রাতে মিটমিট জ্বলে,
তারাও সেজেছে যেন স্বদলে বলে।
সুবর্ণা সুশোভিতা উচ্চ চেতনায় রাসমণি,
আঁধারে প্রফুল্লিতার তরে ডুবিল দিনমণি।

***********
তাং: ‌২৭/০৭/২০১৮ ইং
১০ শ্রাবণ,১৪২৫ বাংলা
রাত: ০৯.১৬
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত