এক পলকে একটু দেখা,
তোমার সঙ্গে তার...
সেই দেখাতেই বিদায় আমি;
কেমন প্রেম তোমার?

********

তাং: ‌১৮/০৭/২০১৮ ইং
০১শ্রাবণ,১৪২৫ বাংলা
সন্ধ্যা:৭.১৮
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত