কবিতাঃ একা পাখি বনে কাঁদে (সনেট)
কলমেঃ মধু মঙ্গল সিনহা
তারিখঃ ১৫/০৫/২০২২
(কখখক/গঘঘগ/ঙঙ/চছচছ)
এক পাখি দুই ডানা উড়ে যায় বনে,
ফুল রেখে ফল খায় ডালে বসা মানা,
ভোর হলে ডাকে যেন কেউ দেবে দানা,
তিন কাল কাটে তার শোক ভরা মনে।
ছায়া মায়া ভরা বন চার ডানা চায়,
বায়ু মাটি জল আজ সব পুণ্য ফল,
একা পাখি বনে কাঁদে ছেড়ে নিজ দল,
আশা বাসা সব মিছে কেউ কারো নয়।
দেহ কাঁপে থর থর চোখ ভরা পানি,
মনে পড়ে দিন রাত প্রিয় মুখ খানি।
কাঁটা গায়ে নুন লাগে মুখে লাগে তেতো,
জোড়ে বুঝি কাজ নেই আছে শুধু হাড়,
কথা গুলো মিছে নয় পাখি বলে যতো,
উড়া উড়ি বেশী হলে ভেঙ্গে যাবে গাড়।