ফেলে আসা সেই পুরাতন দিন গুলো,
শুনেছি কতো গল্প আর ঠাকুমার ঝুলি।
এক দৌড়ে বেরিয়ে পড়তাম দূরের পথে,
আবার ভয়‌ও ছিল পথ হারানোর তাতে।

********

তাং: ‌২০/০৭/২০১৮ ইং