কামারের উনুনে জ্বালানে উত্তপ্ত,
লৌহ খন্ডের মতো জ্বলে আমি লাল!
তবুও যেন হিমালয়ের বরফের মতো,
শীতল পাথর হয়ে পড়ে রই....
মোর হৃদয় পোড়া মাংসের গন্ধ বের হয়,
তবুও যেন সহ্য করে বসে থাকি!
তোমার বঙ্কিম পথের আলোক বর্তিকা,
মোমের মতো বিগলিত দেহ নিয়ে মোর!
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৯/০২/২০১৮ ইং
৬ ফাল্গুন,১৪২৪ বাং
সকাল: ৮.২৮